প্রকাশ: রোববার, ১০ এপ্রিল, ২০২২, ৮:২৬ পিএম | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশের ন্যায় হালুয়াঘাট থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে বাস্তবায়িত গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন করেন।
এ উপলক্ষে হালুয়াঘাট থানায় আয়োজিত অনুষ্ঠানে গৃহহীন ও হতদরিদ্র পরিতোষ চন্দ্র দত্ত (৬০)-কে ঘরের চাবি হস্তান্তর করা হয়।হালুয়াঘাট পৌরশহরে খয়রাকুড়ি গ্রামে দীর্ঘদিন যাবৎ মানুষের বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। তাকে একটি ঘর উপহার দেওয়ায় তিনি খুশি,এখন তার পরিবার নিয়ে মাথা গোঁজার ঠাঁই হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খাইরুল আলম ভূঞা,আওয়ামীলীগের সদস্য আব্দুর রহমানসহ হালুয়াঘাট থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত উপজেলার খয়রাকুড়ি গ্রামের দরিদ্র অসহায় পরিতোষ চন্দ্র দত্তকে বাড়ির চাবি বুঝিয়ে দেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিনুজ্জামান খান।