প্রকাশ: রোববার, ১০ এপ্রিল, ২০২২, ৮:২৬ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখায় পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিম্নআয়ের পরিবারকে ভর্তুকিমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর দ্বিতীয় পর্বের পণ্য বিক্রয় শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ রোববার (১০ এপ্রিল) সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা সদর আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আড়পাড়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের পাঁচশত নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।
এসময় ২ কেজি চিনি, ২ কেজি মসুরির ডাল, ২ কেজি ছোলা এবং ২ লিটার ভোজ্য তেল বিক্রয় করা হয়। বিক্রয়কালে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার বিপ্লব কুমার রায়, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, আড়পাড়া ইউপি সচিব আব্দুর রহমান ও আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
চলমান রমজান মাসে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ পেয়েছেন করেছেন অসংখ্য উপকারভোগী।