প্রকাশ: রোববার, ১৩ মার্চ, ২০২২, ১০:৫১ পিএম | অনলাইন সংস্করণ
ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলের উপশহর ইরপিনে এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পুরস্কারজয়ী ওই সাংবাদিকের নাম ব্রেন্ট রেনাড (৫২)। ইরপিন শহরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে রুশ বাহিনী গুলিবর্ষণ করলে তাতে বিদ্ধ হন তিনি। তাঁর সঙ্গে থাকা আরেক সাংবাদিক আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলেছেন, ইরপিনে রুশ বাহিনীর গুলিতে ব্রেন্ট রেনাড নিহত হন। ব্রেন্ট ভিডিও সাংবাদিকতার পাশাপাশি ডকুমেন্টারি চলচ্চিত্র তৈরিতেও কাজ করতেন। তিনি যুক্তরাষ্ট্রের ‘পিবডি পুরস্কার’ পেয়েছেন। ব্রেন্ট ইরাক, আফগানিস্তান, হাইতি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সাংবাদিকতা করেন। চলচ্চিত্রের পাশাপাশি সাংবাদিকতাতেও তাঁর সুনাম রয়েছে।
নিউইয়র্ক টাইমসের দেওয়া প্রেস লেখা ব্রেন্টের ছবিসহ পরিচয়পত্রের ছবি শেয়ার করে কিয়েভ অঞ্চলের পুলিশপ্রধান আন্দ্রেই নেবিতভ বলেছেন, ওই গুলির ঘটনায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। তবে তিনি কোন সংবাদমাধ্যমের হয়ে কাজ করছিলেন, তা জানা যায়নি। তাঁর নামও জানাতে পারেননি তিনি।
তবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এক বিবৃতিতে তার নিউইয়র্ক টাইমস বলেছে, রেনড ইউক্রেনে তাদের হয়ে কাজ করছিলেন না। সবশেষ ২০১৫ সালে তিনি তাদের হয়ে কাজ করেছিলেন।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো এক বিবৃতিতে বলেছেন, ব্রেন্ট রেনাডকে তার জীবন দিয়ে আগ্রাসী শক্তির কপটতা, নিষ্ঠুরতা ও নির্মমতা প্রকাশের চেষ্টার মূল্য দিতে হয়েছে।