মার্চ মাস বাঙালি জাতিকে সঠিক পথ দেখায়: মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার
প্রকাশ: রোববার, ১৩ মার্চ, ২০২২, ১০:৩০ পিএম | অনলাইন সংস্করণ
বাঙালি জাতি ও বাংলাদেশের ইতিহাসে অন্যতম সর্বশ্রেষ্ঠ গৌরবোজ্জ্বল মাস হচ্ছে মার্চ মাস। এই মাসকে বাঙালি জাতি ও বাংলাদেশের মানুষ অত্যন্ত গর্বের সাথে বলে এটা আমাদের স্বাধীনতার মাস। কারণ এই মার্চ মাসের ২৬ তারিখে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৬৪২তম পর্বে রোববার (১৩ মার্চ) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- পিএসসি, নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও লেখক মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বহির্বিশ্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠাতা আফছার খান সাদেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন, বাঙালি জাতি ও বাংলাদেশের ইতিহাসে অন্যতম সর্বশ্রেষ্ঠ গৌরবোজ্জ্বল মাস হচ্ছে মার্চ মাস। এই মাসকে বাঙালি জাতি ও বাংলাদেশের মানুষ অত্যন্ত গর্বের সাথে বলে এটা আমাদের স্বাধীনতার মাস। কারণ এই মার্চ মাসের ২৬ তারিখে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। একটা জাতি ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় যে প্রাপ্তিটা হচ্ছে তার স্বাধীনতা। সুতরাং এই স্বাধীনতার ঘোষণাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেজন্যই আমাদের অনেক কবি, সাহিত্যিক বলেছেন যে, সেই থেকে স্বাধীনতা কথাটি আমাদের হয়ে গেলো এবং আমরা সেই থেকে আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে সাড়া বিশ্বে পরিচিত লাভ করলাম। ইতিহাসের একটা কথা আছে যে, একটি জাতি রাষ্ট্রকে যখন সামনে দিকে যেতে হয়, যদি উন্নত সমৃদ্ধির পথে এগুতে হয় তাহলে তার যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে সেই ইতিহাসটি তার বাতিঘর হিসেবে কাজ করে, তার লাইট হিসেবে কাজ করে। এই বাতিটার আলো যত শক্তিশালী হয় এবং এই বাতিটার আলো যতদূর প্রসারিত হয় ততই কিন্তু সেই রাষ্ট্র এবং জাতির পথচলা সহজ হয়। সেই জায়গা থেকে আমরা বলতে পারি মার্চ মাস আমাদের সর্বশ্রেষ্ঠ বাতিঘর। এই বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন এই বাঙালি রাষ্ট্রকে এই মার্চ মাস পথ দেখাবে সামনে এগুবার জন্য। বাংলাদেশের জন্য সঠিক পথ কোনটি সেটি দেখাবে এই মার্চ মাস।