প্রকাশ: রোববার, ১৩ মার্চ, ২০২২, ১০:৩৮ এএম | অনলাইন সংস্করণ
ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রাশিয়ার রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ আজ আসছে না।
ইস্তাম্বুলে ভারী তুষারপাতের কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ভারী তুষারপাতের কারণে হাদিসুরের মরদেহবাহী ইস্তাম্বুল থেকে ঢাকাগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গোলার আঘাতে নিহত হয়েছিলেন বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান। যে ঘটনায় তার পরিবারসহ পুরো বাংলাদেশ মর্মাহত হয়। পরিবারের দাবি ছিল- জীবিত না পেলেও যেন অন্তত মরদেহটি পান তারা। এরপরই হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে উদ্ধার করে দেশে আনতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগে অনেক চেষ্টার পর হাদিসুরের মরদেহ আজ রোববার (১৩ মার্চ) দুপুরের দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা ছিল। কিন্তু আজ তা আর আসছে না।