প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে দায়ের করা রিট শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রিট আবেদনে কিছু ভুল পাওয়া গেছে। যে কারণে তা সংশোধন করে আদালতে উপস্থাপন করতে বলেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৮ মার্চ) এ বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন উচ্চ আদালত।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য ওঠে। রিটকারী আইনজীবী সৈয়দ মহিদুল কবীরকে উদ্দেশ করে আদালত বলেন, রিট আবেদনটি নির্ভুল করে আগামীকাল নিয়ে আসুন, আমরা শুনবো। সয়াবিন তেলের সঙ্গে সবার স্বার্থ জড়িত।
এর আগে গতকাল রোববার (৬ মার্চ) ভোজ্যতেল সয়াবিনের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
এর আগে গত ৩ মার্চ দেশের শীর্ষ পর্যায়ের একটি জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত সয়াবিন তেল নিয়ে করা প্রতিবেদন আদালতের নজরে আনেন এই আইনজীবী। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ না দিয়ে রিট করার পরামর্শ দেন।