প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৭:০২ পিএম | অনলাইন সংস্করণ
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (০৬ মার্চ) বিকাল ৫টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী নিজ গ্রামে এই দাফন শেষ করে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। উল্লেখ্য, ৭১ এর বীর রনাঙ্গণের সূর্য সন্তান মরহুম সৈয়দ আলী গাজী। ৮৫ বছর বয়সে রবিবার ভোর ৪ টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাসায় ইন্তেকাল করেন৷ তিনি এক স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মৃত্যুবরন করেন। তার পারিবারিক সূত্রে জানা যায় ২০১২ সালে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস ফুটবল কাপ টুর্নামেন্ট খেলার সময় তিনি পায়ে মারাত্মক ভাবে আঘাত পান, সেখান থেকেই তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে নিজ বাসায় অবস্থানকালীন সময়ে ৮৫ বছর বয়সে মৃত্যুবরন করেন।
তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান-সাঈদ, সহকারী কমিশনার ভূমি মো. শহীদুল্লাহ্, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন, দেবী রঞ্জন মন্ডল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ, স্বেচ্ছাসেবক ও সাংবাদিক স.ম ওসমান গনী সোহাগ, মে. শরিফুল ইসলাম, আবু মুছা ময়না, মামুন হোসেন মিঠু প্রমুখ।
তার মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়। তার জানাজা নামাজের আগে শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।