প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৫১ পিএম | অনলাইন সংস্করণ
গতকাল বৃহস্পতিবার ভোরে স্থল, আকাশ ও নৌপথ দিয়ে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সেনারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপের কোনো দেশ আরেক দেশে সর্বাত্মক হামলা চালাল। এরপর দ্রুততম সময়ের মধ্যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেয় উয়েফা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) উয়েফার বৈঠক শেষে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু পিটার্সবার্গ থেকে সরিয়ে ফ্রান্সের প্যারিসের এস্তাদে দে ফ্রান্স ইন সেইন্ট ডেনিস আয়োজনের ঘোষণা দিয়েছে উয়েফা।
ফ্রান্সের প্যারিসের উত্তরে সেইন্ট ডেনিসে অবস্থিত স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৮১ হাজার। আর এই ভেন্যুকেই এবারের চ্যাম্পিয়নস লিগের ভেন্যু হিসেবে শেষ পর্যন্ত বেছে নিয়েছে উয়েফা।
ভোরের পাতা/কে