প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৫ পিএম | অনলাইন সংস্করণ
সংবাদমাধ্যমগুলো এখন আর প্রিন্ট বা টিভির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন সবাই অনলাইনে চলে গেছে বলে জানিয়েছেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো.শাহেনুর মিয়া।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে জানিয়ে তিনি বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের সংবাদমাধ্যম পুরোটাই অনলাইনভিত্তিক হয়ে যাবে। বাংলাদেশ শিগগিরই ফাইভ জি’তে প্রবেশ করবে। প্রযুক্তির যে বিকাশ ঘটছে তাতে সবাইকেই সম্পৃক্ত হতে হবে।
তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের ডাটা সংগ্রহ করেছে জানিয়ে প্রধান তথ্য অফিসার বলেন, ধারাবাহিকভাবে অনলাইন মিডিয়াগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। তিনি বলেন, নিবন্ধনের পূর্বে বিভিন্ন তথ্য যাচাই বাছাই করা হয়। চাইলেও দ্রুত সময়ে নিবন্ধন দেয়া সম্ভব হয় না। কারণ এখানে বিভিন্ন সমস্যা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মাসুদ পারভেজ, সিলেটে কমর্রত ইলেক্ট্রিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা ।
ভোরের পাতা/কে