প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪৬ পিএম আপডেট: ২৫.০২.২০২২ ১:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি স্বর্ণের বারসহ মো. সুরুজ্জামান নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করা হয়।
কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে সুরুজ্জামানকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। এ সময় তার কাছে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় যার ওজন ৪ কেজি ১৯ গ্রাম এবং মূল্য প্রায় ৩ কোটি টাকা।
তিনি আরও জানান, তিনি কোথায় থেকে এই বারগুলো এনেছেন তা তদন্তাধীন রয়েছে এবং এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।