প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৫৩ এএম | অনলাইন সংস্করণ
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগান অধিনায়ক হাশমত বলেছেন, তিনি অবশ্য আজ (২৫ ফেব্রুয়ারি) টস জিতলে বোলিংই নিতেন।
বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও আফগান দলে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমাদজাই ও গুলবাদিন নাইব। তাদের বদলে খেলবেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমাতুল্লাহ ওমারজাই।
সর্বশেষ ম্যাচে ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রীতিমতো ধসই নেমেছিল বাংলাদেশের। আফগানদের বিপক্ষে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ৪ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন দুই তরুণ ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।