কঠিনতর কাজ শেষ করেছেন সার্চ কমিটি: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৪ এএম | অনলাইন সংস্করণ
আজকে আমাদের সার্চ কমিটির তরফ থেকে রাষ্ট্রপতির কাছে যে ১০ জনের নাম সুপারিস করেছেন এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে এই মাসের ২৪ তারিখের মধ্যেই তারা তাদের আরদ্ধ কাজ সম্পন্ন করবেন এবং তারা এই নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের কাজ শেষ করেছেন। দেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে, জনগণের স্বার্থে যে নির্বাচন কমিশন গঠন করা হবে আমরা তার পক্ষেই কাজ করবো। কে পছন্দ করলো, কেউ করলো না, এটা যার যার ব্যাপার। কিন্তু কাদেরকে নির্বাচন কমিশনে বসানোর জন্য নির্বাচিত করবেন এটা সম্পূর্ণ রাষ্ট্রপতির ব্যাপার।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৬২৫তম পর্বে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মাবুদ, বহির্বিশ্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠাতা, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, আফছার খান সাদেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, আজকে আমাদের সার্চ কমিটির তরফ থেকে রাষ্ট্রপতির কাছে যে ১০ জনের নাম সুপারিস করেছেন এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে এই মাসের ২৪ তারিখের মধ্যেই তারা তাদের আরদ্ধ কাজ সম্পন্ন করবেন এবং তারা এই নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের কাজ শেষ করেছেন। এজন্য অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। কারণ এটা একটি কঠিন কাজ। এই ৩০০ জন তালিকার মধ্য থেকে ছেকে ছেকে অনেক যাচাই বাছাই করে চূড়ান্তভাবে ১০ জনের তালিকা করা হয়েছে। সেসঙ্গে পুরো জাতি অপেক্ষা করছে রাষ্ট্রপতির উপর কারণ তিনি কোন ৫ জনের নাম চূড়ান্ত মনোনয়ন প্রদান করে নিয়োগ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করবেন।