প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
ইউক্রেনের সীমান্তরক্ষীরা জানিয়েছে, রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চলে পৌঁছেছে। শহরের উত্তরাঞ্চলে একটি বিমানঘাঁটিতে হামলার খবরের মধ্যেই সেখানে এএফপির এক প্রতিবেদক বেশ কয়েকটি নিম্ন-উড়ন্ত হেলিকপ্টার দেখেছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ‘পূর্ণ মাত্রায় হামলা’ চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক আইন ঘোষণা করেছেন। তিনি বলেছেন, রাশিয়া তার দেশের ‘সামরিক অবকাঠামো’তে হামলা চালাচ্ছে। তবে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে তিনি। সেইসঙ্গে বিজয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এদিকে ইউক্রেনের বিভিন্ন সরকারি সূত্র থেকে পাওয়া এএফপির তথ্য অনুযায়ী, সৈন্য ও বেসামরিক উভয়সহ কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছেন। সবচেয়ে মারাত্মক একক হামলায়, ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরশহর ওডেসার কাছে একটি সামরিক ঘাঁটিতে ১৮ জন নিহত হয়েছেন।