প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে করোনাভাইরাসের ১ম ডোজ টিকার শেষ দিন । গণটিকা কার্যক্রম সফল করতে মানিকগঞ্জে পুলিশের পক্ষ থেকে সাতটি উপজেলা টিকা নিতে উবুদ্ধকরন কর্মসূচি গ্রহন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিনামূল্যে মাস্ক বিতরনের মধ্য দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান আনুষ্ঠানিক ভাবে কর্মসূচি উদ্বোধন করেন। পরে টিকা নিতে মানুষজনকে সচেতন করতে শহরে রেব করেন শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ভাষা শহিদ রফিক চত্তরে পথ সভা করেন।
পথসভায় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্দ রায়হান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ,সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী.উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আব্দুল লতিফ তোতা, পৌর সভার কাউন্সিলর তছলিম হৃদয়সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পথসভায় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, আগামী ২৬ মার্চ সারা দেশে শেষ হচ্ছে করোনাভাইরাসের টিকা নেওয়া প্রথম ডোজ। ওই দিন ১ কোটি মানুষকে টিকা দেওয়া জন্য সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছেন। টিকা নিতে মানুষজনেক উদ্ধুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে সাতটি উপজেলায় গ্রামগঞ্জে প্রচারনার জন্য গাড়ী করে মাইকিং করা হবে। এছাড়া শুক্রবার পুলিশ সদস্যরা বিভিন্ন মসজিদে নামাজ পড়ে টিকা নিতে মুসল্লিদের সচেতন করবেন।