লন্ডনে নিযুক্ত হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের কাছে ‘মেমোরিজ অব বঙ্গবন্ধু’ বই হস্তান্তর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:২৬ পিএম | অনলাইন সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের সাত বছর পুর্তি উপলক্ষে প্রকাশিত ‘‘মেমোরিজ অব বঙ্গবন্ধু’’ প্রকাশনা লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের কাছে হস্তান্তর করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আং আহাদ চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক, লন্ডনে বঙ্গবন্ধু ভাস্কর্যের প্রতিস্টাতা আফছার খান সাদেক, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সভাপতি সায়াদ আহমদ সাদ, কানাডা কেলগেরী আওয়ামী লীগের সহসভাপতি কয়েছ আহমদ চৌধুরী।
এসময় হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির বাতিঘর আর এই ভাস্কর্য জাতির পিতার প্রথম ভাস্কর্য যা বঙ্গবন্ধু প্রেমিক আফছার খান সাদেক নিজ উদ্দ্যোগে করে আমাদের সম্মান জানানোর সুযোগ করে দিয়েছেন। বৃটেনে বিভিন্ন জাতীয় দিবসে বাংলাদেশ হাইকমিশন যথাযত মর্যাদায় ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতাকে সম্মান জানায় এবং তার সাথে বাঙ্গালী, নন বাঙ্গালী সকল শ্রেনী পেশার মানুষ ও শ্রদ্ধা সম্মান জানাতে পারে। এটা বাঙ্গালীর ঐতিহাসিক মনুমেন্ট।