প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:০১ পিএম | অনলাইন সংস্করণ
‘দক্ষ পুলিশ,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই শ্লোগানে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে টাঙ্গাইল জেলা পুলিশে সংযোজিত হয়েছে অত্যাধুনিক বডি ওর্ন ক্যামেরা।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পুলিশ সদস্যদের মাঝে এই ক্যামেরা বিতরণ করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন,টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) দেলোয়ার হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক এশরাজুল হক প্রমুখ।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান,ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক কেন্দ্রিক সম্প্রতি সময়ে যেসকল অপরাধ সংঘটিত হয়েছে সেই সকল অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশ সদস্যরা কীভাবে তাদের দায়িত্ব পালন করছে তা পর্যালোচনা করার জন্য টাঙ্গাইলে ট্রাফিক পুলিশ ও মহাসড়ক কেন্দ্রিক যেসকল থানা রয়েছে তাদের মাঝে এ ‘বডি ওর্ন ক্যামেরা’ বিতরণ করা হয়েছে।
পাইলট প্রজেক্ট হিসেবে জেলায় ৪২টি ‘বডি ওর্ন ক্যামেরা’ সংযোজিত করা হলো।এই ক্যামেরার মাধ্যমে যেমন পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।অপরাধীরা কোনো প্রকার অপরাধ করে যেনো পার না পায়, তাদেরকে আইনের আওতায় আনার জন্যই আমাদের এ আয়োজন।