প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪১ পিএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপূত্র নদে জেলেদের জালে ধরা পরেছে ১৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।
বৃহস্পতিবার সকালে মাছটি ১৬ হাজার টাকায় কিনে নেন এক মাছ ব্যবসায়ী। বুধবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের চর বাগুয়া এলাকায় ব্রহ্মপূত্র নদ থেকে বিশাল আকৃতির মাছটি ওই এলাকার জেলে আছর উদ্দিনের জালে আটকা পরে। তীরে মাছটি আনার পর ভীড় জমায় উৎসুক জনতা।
জেলে আছর উদ্দিন জানান, এই মৌসুমে প্রায়ই বড় আকৃতির মাছ জালে ধরা পরছে। আমার জালে এটাই প্রথম ধরা পরল। মোট ওজন ১৬ কেজি ২০০গ্রাম। এলাকায় দাম বনিবনা না হওয়ায় পার্শ^বর্তী থেতরাই ইউনিয়নের সাতদরগা বাজারে আড়ৎদারের কাছে মাছটি ১৬ হাজার টাকায় বিক্রি করি।
মাছ ব্যবসায়ী বাবু কৃ চন্দ্র জানান, আমি লাভের আশায় বাঘাইড় মাছটি ১৬ হাজার টাকায় কিনেছি। আশা করছি দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করতে পারবো।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বাঘাইড় একটি সংকটাপন্ন প্রজাতির মাছ। মৎস্য আইনে এটি শিকারের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে ছোট আকৃতির বাঘাইড় না ধরে বড় আকৃতির বাঘাইড় শিকারে কোনও বিধি নিষেধ নেই।