প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জামানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষথেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে উলিপুর কবর স্থানে দাফন করা হয়।
জানাজা অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফয়জার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।