প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২ ডোজ গ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবের আমেজ।
গত ২২ ফেব্রুয়ারী থেকে ২৪ তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের করোনার ২য় ডোজ কার্যক্রম শুরু হয়েছে। ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিনে ৭ হাজার ৫২১ জনকে টিকা প্রদান করা হয়েছে। সেই সাথে চলছে ১ম ডোজ প্রদানের কার্যক্রম।
রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী মেডিকেল অফিসার ডাঃ চন্দন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের ১ম ডোজ টিকা প্রদানের কার্যক্রম আওতায় ২৮ হাজার ২৩৪ জনকে টিকা প্রদান করা হয়েছে। ২য় ডোজের কার্যক্রম চলছে। প্রায় ২ বছর পরে কোভিড-১৯ করোনা ভাইরাস জনিত কারণে জানুয়ারী মাসে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। হঠাৎ ২য় দফায় করোনা ভাইরাস রেড়ে যাওয়ায় আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। টিকা গ্রহণ করে স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পেরে তারা খুব আনন্দিত।