প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখায় বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সরকারী আড়পাড়া আইডিয়াল হাই স্কুল এর সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক এ কে এম খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ- উল-হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র বিশ্বাস, ভোরের পাতার শালিখা উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব শালিখার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নিকট বাল্যবিবাহের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তারিফ-উল হাসান বলেন, শালিখা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে আমরা বিভিন্ন রাজনীতিবিদ, সংবাদকর্মী ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে জোরালো ভূমিকা পালন করছি।
অনুষ্ঠানটির পরিচালক ও বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, অনুষ্ঠানটি গত ৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই ই এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারা দেশে আয়োজন করে চলেছে। আগামী ১২ ই মার্চ শনিবার রাত ৮ টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ অনুষ্ঠানটি প্রচার করা হবে বলেও জানান তিনি।