প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৫:২৬ পিএম | অনলাইন সংস্করণ
কলাপাড়ায় আগুন লেগে পুড়ে গেছে একটি বসতঘর। বুধবার রাত ৯ টায় পৌর শহেরর সুবজবাগ এলাকার ভ্যান চালক মিলনের ঘরে এ আগুন লাগে। এসময় তার ঘরের তিনের দুই অংশ পুড়ে যায়। এতে মিলনের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্থ মিলন জানায়, সন্ধ্যায় তিনি ভ্যান নিয়ে কাজের সন্ধানে বাজারে বের হন। পরে তার স্ত্রী ও কন্যা সন্তানও ঘরে তালা মেরে এক প্রতিবেশির বাড়িতে যান। এর কিছুক্ষন পরেই আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিস পৌছানোর আগেই আগুন নিয়ন্ত্রন আনে স্থানীযরা। তিনি আরও জানান, তার ঘরের অর্ধেকের বেশি পুড়ে গেছে। মেরামত করা যাবেনা। পুরো ঘর ভেঙে নতুন করে গড়ে তুলতে হবে। কিভাবে নতুন ঘর তুলবেন সেটা নিয়ে তিনি চিন্তিত হয়ে পরেছেন।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আতিয়ার রহমান বলেন, বিদ্যুতের সর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা পৌছানোর আগেই স্থানীয় জনগন আগুন নিয়ন্ত্রনে আনে।