প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরুর পর থেকেই বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। সংবাদমাধ্যম সিএনএনের খবর বলছে, ব্যারেল প্রতি এখন পর্যন্ত দাম বেড়েছে ১০০ ডলার। বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখার সময় ব্যারেল প্রতি তেলের দাম ছিল ১০৪ ডলার।
আগের হিসেবে ২০১৪ সালের পর এবারই বিশ্ববাজারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম। আজকেই ছয় শতাংশের বেশি বেড়েছে এই দাম। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন সংকট চলতে থাকলে এই দাম আরও বাড়তে পারে।
কেবল তেল নয়, ইউক্রেন সংকটের প্রভাব পড়ছে গ্যাসের বাজারেও। আগের তুলনায় বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের দাম পাঁচ শতাংশের বেশি বেড়েছে। জ্বালানি তেলের (হিটিং অয়েল) দামও বেড়েছে পাঁচ শতাংশের বেশি।
আশঙ্কা করা হচ্ছে এই সংকটের ফলে জ্বালানি সংকটে পড়তে পারে ইউরোপের বেশ কয়েকটি উন্নত দেশ। এরইধ্যে জার্মানি সংকট মোকাবেলায় বেশ কয়েকটি পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।
সম্প্রতি ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে তেলসহ সব রকমের জ্বালানির দাম বাড়তে থাকে। রাশিয়া প্রাকৃতিক গ্যাস ও তেলের বড় সরবরাহকারী হওয়ায় দাম আরও বাড়ার শঙ্কা করছে জ্বালানি বিশেষজ্ঞরা।