প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০৩ এএম আপডেট: ২৪.০২.২০২২ ১০:০৯ এএম | অনলাইন সংস্করণ
ইউক্রেনের ডনবাস অঞ্চলে 'সেনা অভিযান' পরিচালনার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনে যেন রাশিয়া আগ্রাসন না চালায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন সেই বিষয়ে বৈঠক করছিল, তখনই টেলিভিশনে প্রচারিত এক ভাষণে 'সেনা অভিযান' পরিচালনার ঘোষণা দেন পুতিন।
বৃহস্পতিবারে (২৪ ফেব্রুয়ারি) সকালে টেলিভিশনে প্রচারিত হওয়া ঐ ভাষণে মি. পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান।
যেকোনো ধরণের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে বলেও সতর্ক করেন তিনি।
ঐ বক্তব্যে পুতিন আরও বলেন, ইউক্রেন আর রুশ বাহিনীর মধ্যে সংঘাত 'অবশ্যম্ভাবী' ও 'স্রেফ সময়ের ব্যাপার।'
তিনি মন্তব্য করেন 'ন্যায়বিচার ও সত্য' রাশিয়ার পক্ষে রয়েছে।
তিনি সতর্ক করেন যে, রাশিয়ার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে মস্কোর 'তাৎক্ষণিক' জবাব দিবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্কে স্থানীয় সময় ৯ টা ৪০ মিনিটে ইউক্রেন সংকটের বিষয়ে এক জরুরি বৈঠকে বসে।
গত তিনদিনের মধ্যে এটি নিরাপত্তা পরিষদের দ্বিতীয় জরুরি বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে এই বৈঠক আয়োজন করা হয়েছে।
বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইউক্রেনে সেনা আগ্রাসন বন্ধ করার জন্য ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেন। খবর: বিবিসি বাংলা