শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মন্ত্রীর এলাকা মনোহরগঞ্জের সব ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান নৌকার প্রার্থী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২, ১০:০৯ এএম | অনলাইন সংস্করণ

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে সব কয়টিতেই আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে বিজয়ী হতে চলেছেন।

চেয়ারম্যান ছাড়াও মনোহরগঞ্জের এই ১১ ইউপিতে সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্যের ১৪৩টি পদের মধ্যে ১২৯টিতেই বিনা ভোটে জয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। তাঁদের মধ্যে সাধারণ সদস্যের ৯৯টি পদে ৮৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যের ৩৩টি পদের মধ্যে ৩০ জন বিনা ভোটে জয়ী হতে যাচ্ছেন। কেবল বিপুলাসার ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড, মৈশাতুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ও ঝলম উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে একাধিক প্রার্থী থাকায় ওই ওয়ার্ডগুলোতে নির্বাচন হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এই উপজেলার ১১টি ইউপিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে এই উপজেলায় ইভিএমে ভোট গ্রহণের দিনক্ষণ নির্ধারণ আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সাংসদ মো. তাজুল ইসলামের গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাঁও গ্রামে। মন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্যও তিনি।

গত তিন বছরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, লাকসাম পৌরসভা নির্বাচন, লাকসাম উপজেলার পাঁচ ইউনিয়নে কোনো ভোট হয়নি। বিনা ভোটেই আওয়ামী লীগের নেতারা এসব এলাকায় জনপ্রতিনিধি হয়েছেন। এবার মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে সব চেয়ারম্যানও বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।

কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জে ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪০ জন ও সাধারণ সদস্য পদে ১৩৮ জন মনোনয়ন ফরম দাখিল করেন। বাছাইয়ে সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। আজ চেয়ারম্যান পদে বাইশগাঁও ইউনিয়নে দুজন এবং লক্ষণপুর, হাসনাবাদ ও সরষপুরে একজন করে পাঁচজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এতে আওয়ামী লীগ মনোনীত ১১ চেয়ারম্যান প্রার্থীর সবাই জয়ী হন।

এদিকে ১১টি ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্যের ৩৩টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪০ জন। এর মধ্যে ১০টি ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতি ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় ভোট হচ্ছে না। শুধু বিপুলাসার ইউনিয়নের তিনটি সংরক্ষিত ওয়ার্ডে সাতজন প্রার্থী আছেন।

সাধারণ সদস্যের ৯৯টি পদের মধ্যে ৮৮টি ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় ভোট হবে না। কেবল বিপুলাসার ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৩ জন প্রার্থী রয়েছেন। মৈশাতুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুজন ও ঝলম উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দুজন প্রার্থী রয়েছেন। অর্থাৎ ৩ ইউনিয়নে ১১টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন হচ্ছে। এতে প্রার্থীর সংখ্যা ৪৪ জন।

বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগের ১১ জন চেয়ারম্যান হলেন নাথেরপেটুয়া ইউপিতে আবদুল মান্নান চৌধুরী, বিপুলাসারে ইকবাল হোসেন, ঝলম উত্তরে আবদুল মজিদ খান, ঝলম দক্ষিণে আশিকুর রহমান হাওলাদার, উত্তর হাওলা ইউপিতে আবদুল হান্নান, খিলায় আল আমিন ভূঁইয়া, মৈশাতুয়ায় মফিজুল ইসলাম, বাইশগাঁওয়ে আলমগীর হোসেন, লক্ষণপুরে মহিনউদ্দিন চৌধুরী, হাসনাবাদে কামাল হোসেন ও সরসপুর ইউপিতে আবদুল মান্নান।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজির হোসেন মিয়া বলেন, চেয়ারম্যান পদে কোনো ভোট হচ্ছে না মনোহরগঞ্জে। সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের ১৪টি ওয়ার্ডে ভোট হবে। এখানেও বেশির ভাগ পদে ভোট হচ্ছে না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]