শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের শেষ দিনে প্রচার-প্রচারনার ব্যস্ত প্রার্থীরা
শিলা আক্তার, মির্জাপুুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯ পিএম আপডেট: ১৪.০১.২০২২ ১০:১৩ পিএম | অনলাইন সংস্করণ

আগামী ১৬ জানুয়ারী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনেরর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।সেই অনুযায়ী শুক্রবার রাত ১২টা পর্যন্ত প্রচার-প্রচারনার শেষ সময়।প্রচার-প্রচারনার শেষ দিনে প্রার্থী ও সমর্থকেরা গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দিচ্ছেন  উন্নয়নের নানা রকম প্রতিশ্রতি।

এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন,বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ (নৌকা),জাতীয় পার্টির জহিরুল হক জহির (লাঙল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ জুুম্মার নামাজ শেষে নিজ ইউনিয়ন উয়ার্শীতে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় বের হন।এসময় তিনি বলেন,আমাদের প্রয়াত সাংসদ এই আসনটিকে সাজাতে অনেক কাজ হাতে নিয়েছিলেন।এর অনেকগুলো কাজ এখনো অসমাপ্ত রয়েছে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে বলে আমি বিশ্বাস করি।  
স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বলেন,প্রতিদিন ফজরের নামাজের পর থেকে সারাদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে আসছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমি নির্বাচিত  হলে মির্জাপুরবাসীকে একটি আদর্শ মডেল শহর উপহার দেব।
জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির বলেন,আমি মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। পাশাপাশি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা করছি। যদি সুষ্ঠু নির্বাচন হয় মানুষ আমাকে জয়ী করবে।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান,প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন।এখন পর্যন্ত কোনো প্রার্থী লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেননি।এ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটাররা যেন সহজেই ইভিএমে ভোট দিতে পারেন, সে জন্য কেন্দ্রে কেন্দ্রে প্রশিক্ষণের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এ আসনে মোট ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ৫০১ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৬৯ হাজার ৭৮ জন নারী ভোটার। ১২১টি ভোট কেন্দ্রে ৭৫৬টি ভোটকক্ষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেন মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]