স্বপ্নচাষী স্কুলে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের শীতবস্ত্র বিতরণ করছেন ডাঃ বিদ্যুৎ বড়ুয়া
প্রকাশ: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২, ৮:৪৬ পিএম আপডেট: ১৪.০১.২০২২ ৯:০৬ পিএম | অনলাইন সংস্করণ
হত-দরিদ্র জনপদের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন’। বৃহস্পতিবার (১৩) জানুয়ারি চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এসডিজি ইয়ুথ ফোরাম পরিচালিত "স্বপ্নচাষী" বিদ্যাপীঠে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ কামাল উদ্দীন,স্বপ্নচাষী স্কুলের উদ্যোক্তা ও এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, বন্ধন ক্লাবের উপদেষ্টা মাহমুদ রেজা সুজা, এসডিজি ইয়ুথ ফোরাম'র সহ-সভাপতি ফরিদ আলম, কমিউনিটি লিডার মনিকা রাণী ধর, শিক্ষক তৃষ্ণা পাল মজুমদার, কার্তিক মজুমদার, শিক্ষক তানিয়া প্রমুখ।
এসময় ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, পিছিয়ে পড়া অনগ্রসর মানুষের উন্নয়নে কাজ করতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের শীত নিবারণে তাদের পাশে দাড়ানো সমাজের সামর্থ্যবান শ্রেণীর দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কোনো সাহায্য নয়, এটি বিবেকবান ও সামর্থ্যবান নাগরিকদের নৈতিক দায়িত্ব। পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর শীত নিবারণ ও সাহাযার্থে এগিয়ে আসার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল করোনাকালে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরী করে সাধারণ মানুষের বিশেষ স্থান দখল করে আছে।