ব্রাজিলে পাহাড় থেকে পাথর ধসে লেকে পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ানো একাধিক নৌকার ওপর পড়ার ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আরও তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ধসের ওই ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। রোববার (৯ জানুয়ারি) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে যখন শিলাগুলো ধসে পড়ছিল, তখন সেখানে যাঁরা ছিলেন, তাঁরা লেকে চলা নৌকার চালকদের সতর্ক করার চেষ্টা করছিলেন।
পাহাড়ের একাংশ ধসে একটি নৌকা ডুবে গেছে। তবে বাকি নৌকাগুলো সেখান থেকে সরে যেতে পেরেছে।
স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, মিনাস জিরাইস রাজ্যে স্থানীয় সময় গতকাল শনিবার বেলা ১১টায় এ দুর্ঘটনার আগে কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে পাহাড়ের খাদগুলো কিছুটা নরম হয়ে ধসে পড়ার ঝুঁকি বেড়ে যায়।
দুর্ঘটনার পর হেলিকপ্টারযোগে অনুসন্ধান চালায় জরুরি বিভাগের কর্মীরা। মিনাস জেরাইসের ফায়ার সার্ভিসের মুখপাত্র পেদ্রো আইহারা জানান, দুর্ঘটনায় সাতজন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। আহত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কারও হাড় ভেঙে গেছে, কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।