প্রকাশ: রোববার, ৯ জানুয়ারি, ২০২২, ১১:০৭ এএম আপডেট: ০৯.০১.২০২২ ১১:৩২ এএম | অনলাইন সংস্করণ
হাইকোর্টের ৪ বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা হলো ৮ জন।
রবিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো. গোলাম সারওয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিচারপতিরা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।