সারাদেশে এখন পর্যন্ত করোনা প্রতিরোধী টিকার বুস্টার বুস্টার ডোজ নিয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৯৬৭ জন মানুষ।
শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।
এদিকে শনিবার সারাদেশে ৫৪ হাজার ৯৯৬ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলেছে, ঢাকা মহানগরীতে ১৩ হাজার ৮৪৭ জনসহ ঢাকা বিভাগে ২২ হাজার ৭৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৭১০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৫৬৮ জন, রাজশাহী বিভাগে ৭ হাজার ২১৮ জন, রংপুর বিভাগে ৫ হাজার ৬৬৮ জন, খুলনা বিভাগে ৬ হাজার ৩৫ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৬৪১ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ৩৮৭ জন বুস্টার ডোজ নিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।