প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৮:২৬ পিএম | অনলাইন সংস্করণ
পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা ‘খাগড়াছড়ি’। আ লিক রাজনীতি ও সাম্প্রদায়িক ইস্যুসহ নানা কারণেই বছর জুড়ে গণমাধ্যমে বারবার আলোচনায় আসে এ জেলার নাম। তবে অন্যান্য বছরের তুলনায় ২০২১ সালে তেমন বিশেষ কোনো আলোচিত ঘটনা নেই, ‘পর্যটন নগরী’ পাহাড় রাণী নামে ক্ষ্যাত খাগড়াছড়িতে। এ বছরে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে বিশেষ চারটি ঘটনা উল্ল্যেখ করছি।
ঘটনা-১: খাগড়াছড়ি জেলা কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু
চলতি বছরের ২৮ জুন শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা কারাগারের টয়লেটে ভেন্টিলেটরের রডে ঝুলন্ত অবস্থায় মিলন বিকাশ ত্রিপুুরা (২৬) নামে একজন আসামীর লাশ উদ্ধার করা হয়েছিলো। নিহত মিলন বিকাশ পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার হয়ে হাজতবাসে ছিলেন।
আলোচিত ওই ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটিই তদন্ত প্রতিবেদনে এটিকে ‘আত্মহত্যা’ বলে উল্ল্যেখ করেছিলো। তবে ওই আসামীর পরিবারের দাবী ছিলো-‘তাঁকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে’।
ঘটনা-২: আ লিক রাজনীতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরায় ইউপিডিএফ নেতা খুন
অমর জীবন চাকমা (৪০), ছিলেন পাহাড়ের আ লিক রাজনৈতিক দল, প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর নেতৃত্বস্থানীয় একজন। তবে একসময় আ লিক রাজনীতির এই বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করে নেন তিনি। দুই বছর ধরে স্বাভাবিক জীবন-যাপনও করছিলেন। তবে রাজনীতি থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরেও শেষতক মুক্তি মেলেনি তার। অমর জীবনকে হত্যা করা হয়েছিলো নৃশংসভাবে। চলতি বছরের ২৫ জুন দিবাগত মধ্যরাতে খাগড়াছড়ি’র দীঘিনালা উপজেলার নোয়াপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে ধরে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিলো।
ঘটনা-৩: বাস শ্রমিকদের গণধর্ষণের শিকার কিশোরী
চলতি বছরে খাগড়াছড়িতে সংগঠিত ঘটনাগুলোর মধ্যে সবচে আলোচিত হলো- ‘১৬ বছরের কিশোরীকে বাস শ্রমিকদের সংঘবদ্ধ ধর্ষণ’। ৩ জুলাই ভোর রাতে খাগড়াছড়ি জেলা শহরের পৌর বাস-টার্মিনাল এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি সংগঠিত হয়েছিলো।
এর আগে ২-রা জুলাই দিবাগত রাতে মা-বাবার সঙ্গে অভিমান করে ঘর ছাড়ে ওই কিশোরী। ভোর চারটার দিকে সে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে গণধর্ষণের শিকার হয়। পরবর্তীতে এ ঘটনায় কিশোরী নিজেই বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে দু’জন বাস শ্রমিককে আটক করতে সক্ষমও হয় পুলিশ। বর্তমানে আটককৃতরা খাগড়াছড়ি জেলা কারাগারে হাজতবাসে আছে।
ঘটনা-৪: মাদকসেবী পুত্রের হাতে পিতা খুন
‘পুত্রের হাতে পিতা খুন’ -চলতি বছরে খাগড়াছড়ি পার্বত্য জেলার আলোচিত ঘটনাগুলোর একটি। তুচ্ছ ঘটনায় নিজ পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছিলো নেশাগ্রস্ত পুত্র জনি মিয়া (২২)। ১০ সেপ্টেম্বর বিকেলে দীঘিনালা উপজেলা সদরের বাঙালিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
অবশ্য চার ঘন্টার ব্যবধানে পিতার হত্যাকারী জনি মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।