বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। বুধবার (২৯ ডিসেম্বর) বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ওই ছুটি মঞ্জুরের আবেদনে স্বাক্ষর করেন।
তবে কতদিনের জন্য তিনি ছুটিতে গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
আপিল বিভাগের জ্যেষ্ঠতার ক্রমঅনুসারে বর্তমানে দায়িত্বরত বিচারপতি মোহাম্মদ ইমান আলী অবসরে যাবেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (নতুন প্রধান বিচারপতি) ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর, বিচারপতি মো. নূরুজ্জামান ২০২৩ সালের ৩০ জুন এবং বিচারপতি ওবায়দুল হাসান ২০২৬ সালের ১০ জানুয়ারি অবসরে যাবেন।
প্রসঙ্গত, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ১৯৫৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসরায়েল আলী এবং মাতা আলীফাজান বিবি। তিনি বি এ অনার্স ও এলএল এম এবং ব্যারিস্টারি পাস করেন। ইমান আলী ১৯৭৯ সালের ২১ জুন জেলা আদালত, ১৯৮২ সালের ১১ মে হাইকোর্ট বিভাগ এবং ১৯৯৫ সালের ২১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে নিয়োগ পান। এরপর তিনি ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান এবং একই বিভাগে স্থায়ী বিচারক নিযুক্ত হন ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি। পরে ২০১১ সালে ২৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসাবে নিয়োগ পান। একইসঙ্গে তিনি সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।