প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৯:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
লক্ষ্যটা খুব কঠিন ছিল। জয়ের জন্য বাংলাদেশের যুবাদের করতে হতো ২৪৪ রান। কিন্তু এই রান তাড়ায় খুব একটা প্রতিরোধও গড়তে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটে-বলের ব্যর্থতায় ভারতের কাছে বড় ব্যবধানে হেরে এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের যুবারা।
শারজাহতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশের যুবারা। ব্যাট হাতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৩ রান করে ভারত। অপরাজিত সর্বোচ্চ ৯০ রান করেন শেখ রাশেদ। বাংলাদেশের অধিনায়ক বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ৪১ রানে ৩ উইকেট নেন।
২৪৪ রানের জবাবে ভারতের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। ৩৮ দশমিক ২ ওভারে ১৪০ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আরিফুল ইসলাম। ২৬ রান করেন ওপেনার মাহফিজুল ইসলাম।
অপর সেমিতে পাকিস্তানকে ২২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এ বছরের শেষ দিন আগামীকাল যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
ভোরের পাতা/কে