প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৭:১৯ পিএম | অনলাইন সংস্করণ
তরুণদের বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ‘সম্মুখ সারির শক্তি’ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, যুবসমাজই বাংলাদেশের উন্নত ভবিষ্যত নিয়ে আসবে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকায় ওআইসি ইয়ুথ ক্যাপিটালের সমাপনী অনুষ্ঠানে এই আশাবাদের কথা বলেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।
তিনি বলেন, তরুণরাই আমাদের সাম্প্রতিক উন্নয়নের সম্মুখ সারির লড়াকু শক্তি। এটি আমাদের আশাবাদী ও আত্মবিশ্বাসী করে যে, এই তরুণরাই একটি উন্নত ভবিষ্যৎ নিয়ে আসবে।
রাষ্ট্রপতি বলেন, যুবকরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো কিছু অর্জন করতে পারে। বাংলাদেশে তরুণদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এতে বাংলাদেশ বিশ্বের অন্যতম সর্বোচ্চ জনসংখ্যাগত সুবিধায় রয়েছে।
তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ গত এক দশক ধরে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে এবং জাতির উত্থান অন্যদের জন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, যুবকরা সবসময়ই উল্লেখযোগ্য অবদান রেখেছে, ঠিক যেমনটি তারা কোভিড-১৯ মহামারির সাম্প্রতিক প্রাদুর্ভাব মোকাবিলায় করেছে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তরুণরা ‘সমতা ও সমৃদ্ধির জন্য সহিষ্ণুতার’ দর্শন আত্মস্থ করবে এবং সমাজ ও মানবতার জন্য অবদান রাখবে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের তরুণ বয়সের রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তার (রাষ্ট্রপতি) তরুণ বয়সে বঙ্গবন্ধুর নেতৃত্বের উপস্থিতির জন্য তিনি গর্বিত।
ভোরের পাতা/কে