মির্জাপুর ক্যাডেট কলেজ এবার এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পায়নি। কলেজটি থেকে এবছর বিজ্ঞান বিভাগ থেকে ৫০ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ ৫ প্রাপ্তরা হলো তাজুল ইসলাম অপু, রোবায়েত ওমর, বেনজির আহমেদ লাম, রাগিব আহনাফ মোত্তাকিম, আল-নাহিম হক, ইসমাম সামিসাইফ, ফারহান এমদাদ নাবিল, এএসএম ফাইজ্জামান, আলী হাসান মুন্না, পারভেজ, সাকিব সামি, ওয়াসিও আজাদ জিতু, পিয়াস, রাব্বানি রাসা হামিম, হাসিবুল হোসাইন জানিন, মাহির ফায়সাল চৌধুরী, আবরার আলভি, আবু সিনা নবিন, এ জে এম তানজিমুল হক, ফারহান সাদিক, হোসাইন রিয়াদ, সোহানুর রহমান, আহমোদুল ইসলাম সাবিদ, ফাহিম হোসাইন, মোকদাদির রহমান রদিত, লাবিব খান, সাফিউর রহমান সনেট, মিকদাম জাওয়াদ ফাহাদ, জুবায়ের আহমেদ সুপ্রিয়, মিনহাজুর রহমান, মাইনুল মিয়া, আরিয়ান মাশরিক, আব্দুল্লাহ তাসফিন, সাকিব শাহরিয়ার, ফাহাদ হোসাইন, তারিকুল ইসলাম সিয়াম, বায়জিদ হোসাইন, নাইম হাসান মোনতাসির, সাদিদ ইসলাম, মনোয়ারন সানি শুভ, শায়িখ মোস্তফা, মুশফিক মুহতাসিম হিসাম, রশিদ আবিদ, আয়মান তাজওয়ার ভুইয়া, আল-ফাহিম ফয়সাল খান, আশিকুর রহমান আকন, সাদিত শাহরিয়ার সাদ ও মোহাম্মদ আব্দুল্লাহ আস সামি আন নুর।
এছাড়া জামিল হোসাইন জিপিএ- ৪.৯৪ ও মাহির শাহরিয়ার রহমান জিপিএ- ৪.৬১ পেয়েছে।
উল্লেখ্য, গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার ঐতিহ্যবহী এই ক্যাডেট কলেজ থেকে প্রতি বছরই এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়ে থাকে।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন নূর ই আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেএসসি পরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় এবার দুই ছাত্র এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পায়নি।