ঝালকাঠি সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছে স্বজনরা।
এদিকে নিহত ৩২ জনের দাবিদার নিয়ে ৪৮ এর নমুনা প্রদান করেছে সিআইডি (ডিএনএ) ফরেনসিক ল্যাবে। অপরদিকে লঞ্চের এ অগ্নিকাণ্ডের ষষ্ঠ দিনে বরগুনা জেলা প্রশাসন ৩২ জন নিখোঁজের তালিকা প্রকাশ করেছেন।
জানা গেছে, বরগুনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিখোঁজ হওয়া ৩২ জনের তালিকা এসে পৌঁছেছে বরগুনা জেলা প্রশাসনের কাছে। এসব নিখোঁজের তালিকায় যারা রয়েছেন তারা হলেন- বরগুনা সদর উপজেলার কুমরাখালী গ্রামের হনুফা আক্তার রিমু (২১), ঢলুয়া ইউনিয়নের মোস্তাচ্ছিম (১০), এম বালিয়াতলী ইদ্রিস খান (৫২), বেতাগী উপজেলার দক্ষিণ করোনার রোশনি আক্তার রিমা (১৫),বেতাগী উপজেলার দক্ষিণ করোনার রিনা বেগম (৩৫), পাথরঘাটা উপজেলার টেংরাগিরির ফজিলা আক্তার পপি (৩৭), তালতলী উপজেলার ছোট বগির রেখা বেগম (৩৮), তালতলীর কাজিরখিল গ্রামের রাসেল মিয়া (৩৩), তালতলীর জাকির তবকের জুনায়েদ হোসেন (০৫), বেতাগীর মোকামিয়ার তরিকুল ইসলাম (৩৫), একই এলাকার কুলসুম (০৪), বরগুনা সদর উপজেলার হাকিম শরীফ (৪৫), সদরের লবণগোলা পাখি বেগম (৩২), বড় লবণ গোলার নছরুল্লাহ (০২), পটুয়াখালীর মির্জাগঞ্জের রিনা বেগম (৩২), উপজেলার দেউলির রুনু আক্তার লিমা (১৪), উপজেলার শ্রীনগরের জাহানারা বেগম (৪৫), বরগুনার বামনা উপজেলার ঘোলাঘাটার হাকিম হাওলাদার (৬৮), বামনা উপজেলার নিমতলীর হাসিব (২০), বরগুনার সদরের রাজিয়া সুলতানা (৪০), একই উপজেলার পরীরখালের নুসরাত (০৮), ঢলুয়া গ্রামের মাহিন (৩৪), নরসিংদী জেলা সদরের ইমন (০৮), বরগুনা সদরের তাসলিমা (৩৫), একই উপজেলার মোল্লার হোড়া গ্রামের মিম (১৫), তার বোন তানিশা (১২), ঢাকা জেলার ডেমরার জুনায়েদ (০৮), বরগুনা সদর উপজেলার রায়ের তবকের শারমিন আক্তার পান্না (২৫), আব্দুল্লাহ (০৪), আছিয়া (০১), জীবন (১২), বরগুনার সদরের খেজুরতলার শিমু (২৩)।
বরগুনা জেলা প্রশাসন সিআইডির ফরেনসিক ল্যাবের কাছে ৩২ লাশের একটি তালিকা হস্তান্তর করেন। তার পরিপ্রেক্ষিতে লাশের দাবি জানিয়ে ৪৮ জন নমুনা প্রদান করেছেন সিআইডির কাছে।
এ বিষয়ে সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমানের নির্দেশে ও সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তারের পরামর্শক্রমে সিআইডি ফরেনসিক ল্যাবের পরীক্ষক মো. রবিউল ইসলাম (ডিএনএ) বলেন, জেলা প্রশাসনের দেওয়া নিখোঁজ ৩২ জনের তালিকায় ৪৪ জন নমুনা দিয়েছেন। এছাড়া ঝালকাঠি থেকে আরও চারজন নমুনা দিয়েছেন। ইতোমধ্যে নিখোঁজ তালিকার ৬ ও ২৬ ক্রমিক নম্বরের লাশ শনাক্ত হয়েছে।