নাসিক নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করায় মহানগর আ. লীগের সহ-সভাপতি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১০:২৪ এএম | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ছোট ভাই যুবদল নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ থকে রবিউল হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটি সতর্ক বার্তা। দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে মঙ্গলবার রাতে নগরীর দুই নম্বর রেল গেইট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিটি কর্পোরেশনের নির্বাচনের সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। রাষ্ট্রপতির সংলাপ করে ইসি গঠন কোন সমাধানে আসবে না- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, বিএনপি অগণতান্ত্রিক ও বিশৃঙ্খলার পথে হাঁটলে এর উপযুক্ত জবাব দেয়া হবে।
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।