বিশ্বের সেরা তিনজন নেতার একজন শেখ হাসিনা: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১১:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
শেখ হাসিনা আজ শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় তিনি আজ দেশের বাইরেও তাঁর সুযোগ্য নেতৃত্বের পদার্পণ রেখেছেন। বিশ্বের সেরা তিনজন নেতার একজনে পরিণত হয়েছেন তিনি এবং আমরা সেদিনের অপেক্ষায় আছি যেদিন জননেত্রী শেখ হাসিনা সমগ্রভাবে বিশ্বের একক নেতার আসনে যেতে তিনি সক্ষম হবেন। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলে নানাবিধ উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়নসহ শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, কৃষি উন্নয়ন, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রফতানিমুখী শিল্পায়ন, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, পোশাক শিল্প, রফতানি আয় বৃদ্ধিসহ নানা অর্জন।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫৬৮তম পর্বে বুধবার (২৯ ডিসেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ’র (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য এখানে অংশগ্রহণ করেছি তা আসলেই প্রাসঙ্গিক। আমরা জানি যে পুরো বিশ্ব অতিমারি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একটার পর একটা ঢেউ যাচ্ছে এই করোনার। আমরা প্রতিনিয়ত এটার সাথে মোকাবিলা করে যাচ্ছি। এই রকম একটি বৈশ্বিক পটভূমিতে থেকেও আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। জননেত্রী শেখ হাসিনা আজ শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় তিনি আজ দেশের বাইরেও তাঁর সুযোগ্য নেতৃত্বের পদার্পণ রেখেছেন। বিশ্বের সেরা তিনজন নেতার একজনে পরিণত হয়েছেন তিনি এবং আমরা সেদিনের অপেক্ষায় আছি যেদিন জননেত্রী শেখ হাসিনা সমগ্রভাবে বিশ্বের একক নেতার আসনে যেতে তিনি সক্ষম হবেন। শেখ হাসিনা তাঁর তুলনা নিজেই। তিনি তাঁর পিতার মতো আকাশের মতো উদার এবং বজ্রের মতো কঠোর। আমরা একটা মহেন্দ্রখন অতিক্রম করছি এবং সেজন্য আমাদের নিজেদের সৌভাগ্যবান মনে হচ্ছে কারণ আগামী ১০০ বছর পরে আজকে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি তারা কেউ এই নশ্বর পৃথিবীতে থাকবো না। এবং সে কারণে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি।