জাতীয় গবেষনা সংস্থা “বেটার বাংলাদেশ ফাউন্ডেশন” বিবিএফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ- বিডার যৌথ উদ্যোগে গতকাল লা মিরিডিয়ান হোটেলে “বিডা-বিবিএফ বিনিয়োগ সামিটি-২০২১” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহি চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
বিবিএফ ও বিবিএফ গ্লোবালের গ্লোবাল চেয়ারপার্সন প্রফেসর মাসুদ এ খানের সভাপত্বিতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইয়ের সভাপতি ফারুক হাসান ও জাপানি রাষ্ট্রদূত নাউকি ইতো, শ্রীলংকার রাষ্ট্রদূত প্রফেসর সূদর্শন সেনেভিরাতনে, ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি. জেরেমি ও অষ্ট্রলিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নারদিয়া সিমপসন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, দল মত ভুলে গিয়ে দেশের উন্নয়নে কাজ করুন বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে এবং বাংলাদেশ সরকার সর্বোচ্চ মুনাফা নিশ্চিতকল্পে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তিনি বেটার বাংলাদেশ ফাউন্ডেশন ও বিডার এই যৌথ আয়োজনে আয়োজক প্রফেসর মাসুদ এ খানের বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিডার নির্বাহি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বিডার পক্ষ থেকে বিনিয়োগকারিদের জন্য সকল ধরনের সুবিধা নিশ্চিতকল্পে বিডার সকল কর্মকর্তা কর্মচারি বদ্ধপরিকর।
জাপানের রাষ্ট্রদূত বালেন, জাপান সবসময় বাংলাদেশের একজন পরম বন্ধু হিসেবে বাংলাদেশের উন্নয়নে সবসময় বদ্ধপরিকর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বিডা-বিবিএফ এর যৌথ এই কার্যক্রমকে এগিয়ে নেবার জন্য তাঁর সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে শ্রীংকার রাষ্ট্রদূত পারস্পারিক বিনিয়োগ উপর জোর দেন। অনুষ্ঠানে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগের এক নতুন সম্ভবনা তৈরি হয়েছে এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা দিন দিন বাড়ছে।
সভাপতির বক্তব্যে বিবিএফ চেয়ারম্যান প্রফেসর মাসুদ এ খান বলেন, আমরা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে দুই দশক ধরে কাজ করে যাচ্ছি। বিনিয়োগের এক উজ্জ্বল সম্ভাবনা বাংলাদেশে বিরাজমান।
তিনি প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশের বিনিয়োগের আহব্বান জানিয়ে বলেন, বাংলাদেশে সর্বচ্চ মুনাফা নিশ্চিত কল্পে দেশের সরকার বদ্ধপরিকর।
এতে আরো বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত আই ট্রিপল ই এর প্রেসিডেন্ট ড. সাইফুর রহমান। তিনি বলেন বাংলাদেশে উচ্চ দক্ষতা সম্পন্ন মানব সম্পদ তৈরিতে বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষন করেন।
এটিএন নিউজ এর সিইও কর্নেল হাসান বলেন, বিনিয়োগের ক্ষেত্রে যে বাধা সমূহ রয়েছে সেগুলো মাথায় নিয়ে উহা সমাধানের আহব্বান জানান এবং বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দেন।
অনুষ্ঠানে পার্টনার হিসেবে ছিলো, এসএল, সেন্ট্রি গ্রুপ, এশিউর গ্রুপ ও মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এটিএন নিউজ, ইউএনবি ও হার্নেট টিভি। লিগ্যাল পার্টনার হিসেবে ছিলো, লিগ্যাল কাউন্সেল। ডিজিটাল পার্টনার হিসেবে ছিলো থিফ গার্ড।