শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইউপি নির্বাচনে মৌলভীবাজার সদর ও রাজনগরে জয়ী হলেন যারা
এ.এস.কাঁকন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৭:৫৫ পিএম | অনলাইন সংস্করণ

চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও ভরাডুবি হয়েছে নৌকার প্রার্থীদের। বেশিরভাগ উপজেলাতে আলীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রর্থীরাই জয়ী হয়েছেন। এদিকে নির্বাচনের সময় বেশিরভাগ উপজেলার কেন্দ্রগুলাতে ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন অনেকে। 

নির্বাচনের দিন দুপুরে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের শমসেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় (রাতগাঁও) ভোট কেন্দ্রে হামলায় মেম্বার প্রার্থীর সমর্থক ৫ জন আহত হন এছাড়া  মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের সময় সংঘর্ষে ৩ জন আহত হন। এসময় প্রায় ঘন্টাখানিক ঐই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকার পর কিছুু ব্যালট পেপার বাতিল করে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। 

মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে মাত্র ৪টিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছে। বাকী ৮টিতে আলীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। এদিকে রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭নং কামারচাক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী আতাউর রহমান। বাকী ৭টি ইউনিয়নে ৪টিতে আওয়ামীলীগ বিদ্রোহী, ১টিতে বিএনপি স্বতন্ত্র প্রার্থী ও ২টিতে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নে জয়ী হয়েছেন বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী আবু মিয়া চৌধুরী, ২নং মনুমুখ ইউনিয়নে জয়ী হয়েছেন আলীগের প্রার্থী এমদাদ হোসেন জুনু, ৩নং কামালপুর ইউনিয়নে জয়ী হয়েছেন আলীগ বিদ্রোহী আপ্পান আলী, ৪নং আপার কাগাবলা ইউনিয়নে জয়লাভ করেছেন আলীগ বিদ্রোহী প্রার্থী ইমন মোস্তফা, ৫নং আখাইলকুরা ইউনিয়নে জয়ী হয়েছেন আলীগ প্রার্থী শেখ বদরুজ্জামান চুনু, ৬নং একাটুনা ইউনিয়নে জয়ী হয়েছেন আলীগ প্রার্থী আবু সুফিয়ান, ৭নং চাঁদনীঘাট ইউনিয়নে জয়ী হয়েছেন আলীগ প্রার্থী আখতার উদ্দিন, ৮নং কনকপুর ইউনিয়নে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রুবেল উদ্দিন, ৯নং কনকপুর ইউনিয়নে জয়লাভ করেছেন আলীগ বিদ্রোহী প্রার্থী সুজিত দাশ, ১০নং নাজিরাবাদ ইউনিয়নে জয়লাভ করেছেন বিএনপি স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন আহমদ, ১১নং মোস্তফাপুর ইউনিয়নে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম তাজ ও ১২নং গিয়াসনগর ইউনিয়নে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম মোশাররফ টিটু।

রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নে জয়ী হয়েছেন আলীগ বিদ্রোহী প্রার্থী নকুল চন্দ্র দাশ, ২নং উত্তরভাগ ইউনিয়নে জয়লাভ করেছেন আলীগ বিদ্রোহী প্রার্থী দীগেন্দ্র্র সরকার চ ল, ৩নং মুন্সীবাজার ইউনিয়নে জয়ী হয়েছেন আ’লীগ বিদ্রোহী প্রার্থী রাহেল হোসেন, ৪নং পাঁচগাঁও ইউনিয়নে জয়ী হয়েছেন আলীগ প্রার্থী সিরাজুল ইসলাম ছানা, ৫নং রাজনগর ইউনিয়নে জয়ী হয়েয়ছেন বিএনপি স্বতন্ত্র জুবায়ের চৌধুরী, ৬নং টেংরা ইউনিয়নে জয়ী হয়েছেন আলীগ বিদ্রোহী প্রার্থী টিপু খাঁন ও ৮নং মনসুরনগর ইউনিয়নে জয়লাভ করেছেন আওয়ামীলীগের প্রার্থী  মিলন বখ্ত।

চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫৬৯ প্রতিদ্বন্দ্বীতা করেন। অপরদিকে রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৪২০ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এই ২টি ইউনিয়নে মোট প্রার্থী ছিলেন ১০৮৩ জন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]