প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৭:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
রাজশাহীর বাঘা উপজেলা থেকে ইমো হ্যাকিং চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ২২ বছর বয়সী মো. মারুফ, ৩৫ বছরের মিলন আলী, ২৫ বছরের লালন মিয়া ও ৩৫ বছরের ফজল আলী। তাদের বাড়ি হাবাসপুর গ্রামে।
র্যাব জানায়, গ্রেফতাররা প্রবাসীদের ব্যবহার করা ইমো হ্যাক করতেন। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিপদে পড়ার কথা জানিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন তারা।
র্যাব-৫ এর কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, চারজনের কাছ থেকে নয়টি মোবাইল ফোন ও ২০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঘা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর এলাকায় সক্রিয় রয়েছে ইমো হ্যাকিং চক্র। এ দুই উপজেলা থেকে মাঝে মধ্যেই চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।