ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা নদী থেকে আরও একটি মরদেহ ভেসে উঠেছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে অর্ধগলিত অবস্থায় লাশটি ভেসে উঠে। লাশটি নদী থেকে তুলে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম। তিনি জানান, স্থানীয়রা সুগন্ধা নদীর মাঝখানে একটি লাশ ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আমরা ডিউটি থাকা অবস্থায় সাড়ে ৮টায় লাশটি উদ্ধার করে লঞ্চ টার্মিনালে নিয়ে এসেছি। তার বয়স আনুমানিক ৩২ বছর। তার গায়ে কালো রঙের গেঞ্জি, কালো জিন্স প্যান্ট ও পায়ে মোজা পরা ছিল। তবে লাশের মুখ অগ্নিদগ্ধ ছিল।
এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ঝালকাঠির বিশখালী নদীর নাপিতের খাল এলাকা থেকে আনুমানিক ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে নদী থেকে ভাসমান দুটি মরদেহ উদ্ধার হয়েছে।
এ নিয়ে লঞ্চ দুর্ঘটনায় প্রাণহাণি দাঁড়ালো ৪৫ জনে। আর দগ্ধ তিনজন শেখ হাসিনা বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে রয়েছেন। অন্যদিকে বরিশাল মেডিকেলে ৩২ জনের মধ্যে আইসিইউতে আছেন তিনজন।
এদিকে অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ চেয়ে আজ মঙ্গলবার আদালতে শুনানির কথা রয়েছে। আর নতুন করে লঞ্চ মালিকসহ ২০ জনের মামলা করেছেন নিহতদের এক স্বজন।