প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১০:৪০ পিএম আপডেট: ২৭.১২.২০২১ ১০:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
প্রতি বছরের মতো এবারও সাতক্ষীরায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে আজিজা মান্নান ফাউন্ডেশনের পক্ষ থেকে। সাতক্ষীরার কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, দৈনিক ভোরের পাতা ও দ্য পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য ড. কাজী এরতেজা হাসান (সিআইপি)’র পক্ষ থেকে আজিজা মান্নান ফাউন্ডেশনের সৌজন্যে গত রোববার থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন তার মা আজিজা মান্নান।
সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় হেদায়েত মঞ্জিলে এ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন এরতেজা হাসানের মা। তিনি বলেন, আমার ছেলেরা মানুষ হয়েছে। কিন্তু আমার প্রতিবেশীরা যদি শীতে কষ্ট করে তাহলে এটা আমাকেও কষ্ট দেয়। তাই আমি ছেলেদের বিশেষ করে এরতেজা হাসানকে বলেছি, যেন শীতবস্ত্র পাঠিয়ে দেয়। বাধ্য ছেলের মতো প্রতিবারই সে আমার এলাকার মানুষের জন্য কম্বল পাঠিয়ে দিয়েছে।
আজিজা মান্নান আরো বলেন, গত বছর আমার বড় ছেলে কাজী হেদায়েত হোসেন রাজ এবং ছোট ছেলে কাজী সাগর শীতবস্ত্র বিতরণে আমার সাথে ছিল। এবার শীতের সময় তারা সাতক্ষীরাতে না থাকায় আমিই বিতরণ শুরু করে দিয়েছি।
দৈনিক ভোরের পাতার প্রধান সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন রাজ বলেন, প্রতিবছরের মতো এবারো আজিজা মান্নান ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এটি আমার মায়ের নির্দেশে ভোরের পাতা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারপারসন ড. কাজী এরজেতা হাসানের পৃষ্ঠপোষকতায় পারিবারিকভাবেই দায়িত্ব হিসাবে পালন করি।
এ প্রসঙ্গে ড. কাজী এরতেজা হাসান বলেন, সাতক্ষীরা মাটির প্রতি আমার দায় রয়েছে। প্রতিবারের মতো এবারো আমার মা শীতবস্ত্র বিতরণ করেছেন। করোনা মহামারির শুরু থেকেই জন্মভূমির প্রতি দায় থেকে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার পিতা-মাতার নামে আজিজা মান্নান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার কার্যক্রমটি অব্যাহত রয়েছে। মায়ের নির্দেশেই আমি পারিবারিকভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।