মো. আসাদুজ্জামান জানান, রোববার রাত ৩টা থেকে সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালানো হয়। এ সময় ১৫টি মর্টার শেল ও চার বাক্স গুলি উদ্ধার করা হয়। বাক্সগুলোতে ৫১০ রাউন্ড গুলি রয়েছে- যা ভারী মেশিনগানে ব্যবহার করা হয়। এখনও একটি জায়গায় অভিযান চলছে। সেখানেও অস্ত্র পাওয়ার সম্ভাবনা আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করে র্যাব।
সর্বশেষ ১৩ আগস্ট সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।
ভোরের পাতা/কে