প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ২:২০ পিএম আপডেট: ২৭.১২.২০২১ ২:২২ পিএম | অনলাইন সংস্করণ
আগুনের ঘটনায় ঝালকাঠির বিষখালী নদী থেকে আরো একটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে দাঁড়াল ৪৩ জনে।
সোমবার সকালে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরসংকর গ্রামের নাপিতেরহাট সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা- লঞ্চে আগুন লাগার পর ওই যাত্রী শরীরে আগুন নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন।
রাজাপুর থানা ওসি পুলক চন্দ্র রায় বলেন, লাশের শরীরে পোড়া দাগ রয়েছে। এছাড়া লাশটি পানিতে ফুলে আছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঝালকাঠি টার্মিনালের কাছে সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ ভয়াবহ আগুন লাগে। ঐ ঘটনায় নারী পুরুষ ও শিশুসহ ৪৩ জনের মৃত্যু হয়। এছাড়া দগ্ধ হয়ে চিকিৎসাধীন দেড় শতাধিক। অনেক যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচালেও এখন পর্যন্ত অর্ধশতাধিক যাত্রীর খোঁজ মেলেনি।