প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ২:৩২ এএম | অনলাইন সংস্করণ
‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে’ রিপোর্ট শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত প্রতিবাদপত্রে সংবাদটি মিথ্যা বলে দাবি করা হয়েছে। প্রতিবাদে উল্লেখ করা হয়েছে, সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও বিশ্ববিদ্যালয়ের জন্য মর্যাদা হানিকর। একই সঙ্গে প্রতিবাদে ভোরের পাতায় প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা জানানো হয়েছে।
প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, দায়িত্বজ্ঞানহীনভাবে সংশ্লিষ্ট প্রতিবেদকের এ ধরনের সংবাদ পরিবেশন কোনোভাবেই উচিত হয়নি। এ ধরনের সংবাদ পরিবেশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে। প্রতিবাদপত্রে তাকে (ভিসি) জড়িয়ে মিথ্যা কারসাজি করে ঘোলা পানিতে মাছ শিকার করার অভিযোগ আনা হয়েছে। প্রকাশিত রিপোর্টে সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্যেরও প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদপত্রে বিষয়টি অত্যন্ত মানহানিকর, নিন্দনীয়, উদ্দেশ্য প্রণোদিত এবং ঘৃণ্য কাজ বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত সংবাদে কেবলমাত্র ভিসি এবং প্রো ভিসির বিষয়ে সংবাদ পরিবেশিত হয়েছে। সেখানে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হয় এমন কোন তথ্য দেওয়া হয়নি বা লেখা হয়নি। কেবল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রিপোর্টটি করা হয়েছে। কারও সুনাম ক্ষুণ্ন করা বা কাউকে ছোট করার হীন মানসে সংবাদটি পরিবেশন করা হয়নি। রিপোর্টটি যথাযথ বস্তুনিষ্ঠ করতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক এবিএম আব্দুল হান্নানের বক্তব্য নেওয়া হয়েছে। তার বক্তব্যটি অত্যন্ত সততার সঙ্গে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সিনিয়র প্রো-ভিসি’র সঙ্গেও কথা বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের প্রেরিত আবেদন ও বাংলাদেশ গেজেটের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।