প্রকাশ: রোববার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১১:১১ এএম আপডেট: ২৬.১২.২০২১ ১১:৩৮ এএম | অনলাইন সংস্করণ
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সদ্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের নিয়ে একটি অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের সঞ্চালিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এ তথ্য জানান।
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘এতদিন আমি ইউনিফর্মে (সেনাপ্রধানের দায়িত্বে) ছিলাম, এটার ব্যাপারে যদি আমি কোনো আইনি পদক্ষেপ বা ব্যবস্থা নিতাম অনেকে প্রশ্ন করত যে আই এম এক্সারসাইজিং মাই অথরিটি। আই এম মিসইউজিং মাই পাওয়ার (ক্ষমতার অপব্যবহার)। আমি কিন্তু এখন ইউনিফর্মের বাইরে আসছি। আগামী জুনের ২৫ তারিখের পর আমার সম্পূর্ণ অবসর শুরু হবে। তখন আমি চিন্তা করব, এ ধরনের প্রোপাগান্ডা ও এসবের বিরুদ্ধে আমার কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া উচিত।’
আল জাজিরার তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছিল, ইসরাইল থেকে স্পাইওয়্যার ও সেনাবাহিনীর বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় জেনারেল আজিজ প্রভাব খাটিয়েছেন। এ অভিযোগের বিষয়ে জেনারেল আজিজ বলেছেন, ‘কেনাকাটাগুলো যখন হয়, তখন সেনাপ্রধান হিসেবে এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। যদিও তিনি দায়িত্ব নেওয়ার একদিন পর নজরদারি প্রযুক্তি ক্রয়ের স্বাক্ষর হয়। কিন্তু প্রক্রিয়াগুলো আগেই সম্পন্ন হয়েছিল।’