বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করলেন সাতক্ষীরার এসপি-ওসি
প্রকাশ: রোববার, ২৬ ডিসেম্বর, ২০২১, ২:৩৬ এএম | অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার রাতে সেখানে নিরাপত্তায় দায়িত্বরত অবসরপ্রাপ্ত এসপি ও বঙ্গবন্ধু হত্যা মামলার একমাত্র জীবিত সাক্ষী নুরুল ইসলাম খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গাস্থ ভাষা সৈনিক প্রয়াত লুৎফর রহমান সরদারের বাসভবনে অবস্থানরত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় নুরুল ইসলাম খান ও প্রয়াত ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের স্ত্রী কারিমুন নেছার শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
শুভেচ্ছা বিনিময়কালে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, প্রয়াত ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের সহধর্মিনী কারিমুন নেছা, মেয়ে সুইডেনের রাজধানী স্টকহোমে কর্মরত প্রবীণ ও প্রতিবন্ধী উন্নয়ন ইউনিটের সহকারী ব্যবস্থাপক শাহনাজ খান, জামাতা সুইডেনের ব্যবসায়ী নাজিবুল ইসলাম খান, ছেলে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতুসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের মেয়ে শাহনাজ খান বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলাম খানের পুত্রবধূ। সেই সুবাদে প্রায় প্রতিবছর একবার হলেও কয়েক দিনের জন্য স্বপরিবারে দেবহাটার ধোপাডাঙ্গায় পুত্রবধূর পিত্রালয়ে বেড়াতে আসেন তিনি।