প্রকাশ: রোববার, ২৬ ডিসেম্বর, ২০২১, ২:৩০ এএম | অনলাইন সংস্করণ
নীলফামারীর সৈয়দপুরে পিকআপের ধাক্কায় খাদেমুল ইসলাম (৫৫) নামে একজন শিক্ষক নিহত হয়েছেন।
তিনি রবিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোলিং অফিসার ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ও পোলিং কর্মকর্তা গণিতের শিক্ষক আব্দুল গনি বাদশা (৪৫) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান এসব তথ্য জানান।
নিহত খাদেমুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী গ্রামের কুঠিপাড়ায় এবং আহত শিক্ষক আব্দুল গনি বাদশার বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের বালাপাড়ায়। উভয়েই লক্ষ্মণপুর বালাপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী পিকআপ মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক খাদেমুল ইসলাম নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাদশাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
সৈয়দপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম জানান, দুজনেই রবিবারের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পূর্ব খালিশা ঢুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জানান, আমরা কেন্দ্রে একই সঙ্গে ছিলাম। তারা দুজনে রাতের খাবারের জন্য মোটরসাইকেলে সৈয়দপুর শহরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
ওসি আবুল হাসনাত খান জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। বাদীপক্ষের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পিকআপটি হাইওয়ে রোড়ের পুলিশের হেফাজতে রয়েছে। তবে চালক পলাতক।