প্রকাশ: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ১১:০৩ পিএম | অনলাইন সংস্করণ
হিমায়িত চিংড়ী এবং মৎস্য রপ্তানীর মাধ্যমে দেশের অর্থনীতিতে অসামান্য কৃতিত্ব এবং বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সম্মানিত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন সী মার্ক (বিডি) লিমিটেড প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ওবিই।
অনুরূপ ভাবে ২০০৭, ২০০৯, ২০১৩, ২০১৭ এবং ২০১৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখার জন্যে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) উপাধি দেয়া হয়েছিল।
এছাড়াও, ইকবাল আহমেদ ওবিই এর সুযোগ্য নেতৃত্বে তাঁর স্বনামধন্য প্রতিষ্ঠান সী মার্ক (বিডি) লিমিটেড ২০০৩-০৪, ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৫-১৬ এবং ২০১৮ সালে জাতীয় রপ্তানী ট্রফি অর্জন করে।
শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের জন্যেই মূলত এই স্বীকৃতি দেয়া হয়। ব্যবসায়ের পাশাপাশি ইকবাল বিভিন্ন জন কল্যাণ মূলক কার্যক্রমে বিশেষ অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের এবং যুক্তরাজ্যের বিভিন্ন দাতব্য সংস্থা ছাড়াও, শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান কারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তিনি সিলেটে বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল এবং কলেজ স্থাপন করেছেন যেখানে বর্তমানে ১৬০০ ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। তিনি যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনে অর্থায়নের মাধ্যমে বিশেষ অবদান রেখেছেন । তিনি ফাউন্ডেশনের মাধ্যমে লুসি কাভেন্ডিশ কলেজ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ম্যানচেস্টার মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয় কর্তৃক কৃতি ও মেধাবী ছাত্র-ছাত্রীদের অধ্য্যয়ন বৃত্তি প্রদান করেছেন। ইকবাল তাঁর প্রতিষ্ঠান সী মার্ক (বিডি) লিমিটেড এবং ইবকো ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে যাচ্ছেন।