প্রকাশ: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৫:০৩ পিএম | অনলাইন সংস্করণ
দেশে আধুনিক, নির্ভরযোগ্য এবং টেকসই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে ৫০ কোটি ৫০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ২৫০ কোটি টাকা।
বুধবার (২২ ডিসেম্বর) বিশ্বব্যাংকের ওয়াশিংটন অফিস এই ঋণ অনুমোদন দিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।
ঢাকা অফিস জানিয়েছে, বিশ্বব্যাংক ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন মডার্নাইজেশন কর্মসূচির আওতায় বাংলাদেশকে এই ঋণ অনুমোদন দিয়েছে।